Gabriel's Wing-Muhammad Iqbal
নয়ন মেলি জমিন দেখো,আকাশ দেখো ,দেখো রে ভুবন ;
পূব গগনে তরুণ রবি উদয় হলো ,দেখো অনুখন !
এই যে আলোক অবারিত ,তবু যেন হয় গো আমার মনে ,
দৃষ্টি হতে লুকিয়ে আছে এ রহস্য গহন আবরণে ।
কালের গতি কঠিন অতি ,তাহার তরে হয়ো না উতল ;
জাগছে মনে দ্বন্দ্ব আশার ব্যবধানের বিরহ -অনল ।
আশমানেতে মেঘের ঘটা ,ধরার বুকে মৌন পরিবেশ;
পাহাড়, মরু, সাগর ,বায়ু তোমারি এ শকতি অশেষ ।
এরা তোমার হুকুম বাহক, তোমারি এ নিখিল চরাচর;
ভেবেছিলাম ফেরেশতারা চালায় যে এই বিশ্ব নিরন্তর ।
দেখছি চেয়ে আজকে আমি প্রভাময়ী কালের দর্পণ,
কর্ম ধারার উৎস তুমি করছ সদা বিশ্ব নিয়ন্ত্রণ ।
সূর্য যেন স্ফুলিঙ্গ গো তোমার রূপের অগ্নিশিখা ;
নবীন ধরা তোমার জ্ঞানের বইবে অসীম চিহ্ন- লিখা।
এই যে বেহেশত অনুগ্রহের ,হৃদয় তা’রে চায় না কো আর ;
তোমার স্বর্গ লুকিয়ে আছে শোণিতে আর বক্ষে আমার ।
পুষ্পলোভী, দেখরে চেয়ে চলছে জীবন-রণ অবিরাম,
আজকে তুমি দেখো দেখো -জীবন খেলার শেষ পরিণাম ।
মুল :মুহাম্মদ ইকবালের বাল -ই জিবরিল
তর্জমা: বন্দে আলী মিয়া
মাহে নাও থেকে-