Allama Iqbal
ইকবাল তুমি বলেছিলে,
মু’মীনকে তিলাওয়াতে দেখো,
অথচ সে নিজেই কোর’আন।
আমি দেখি,
এক বেলা আহারের বিনিময়ে তোতা পাখি
সুরা ইয়াসিন করে মৃতের শিয়রে বসে পাঠ।
তুমি বলেছিলে,
খোদা জিন্দা হে, জিন্দু কা খোদা হে।
আমি দেখি,
মৃত্যু ভয়ে মৃতরা খেয়ে যায় মরা ভাইয়ের লাশ।
বাস করো ইকবাল,
আর এসো না ফিরে শুনাতে জীবনের গান!
তাজা খুনের নেশায় মত্ত এই উম্মাহ
এখন আর চায় না পেতে শরাব।
‘হারাম হারাম’ হট্টগোলে অতিষ্ট বৃদ্ধ সাকী
সেও গেছে ফিরে সেই কবে,
তুমিও আর এসো না ফিরে।
লেখক পরিচিতি:
হাবিব রহমান
ইসলামী চিন্তাবিদ