Allama Iqbal

চীন আমা‌দের ,আরব আমা‌দের; হিন্দুস্তানও আমাদের !
মুস‌লিম আমরা, গোটা বিশ্বই বাসস্থান আমা‌দের ।
তাও‌হীদের আমানত র‌ক্ষিত আমা‌দের ব‌ক্ষে
সহজ নয় বিলুপ্ত করা আমাদের নাম-‌নিশানা ।
জগতভরা মূ‌র্তিশালায় ঐ ঘরই এক‌ত্বের প্রথম বাহক;
আমরা হলাম তার রক্ষাকর্তা, আর তা রক্ষা ক‌রে আমাদের ।

তরবা‌রির ছায়ায় পা‌লিত হ‌য়ে‌ছি আমরা, যৌব‌নে পৌঁ‌ছে‌ছি তারই ছায়ায়;
খঞ্জরাকৃ‌তির বাঁকা চাঁদ হ‌লো আমাদের গোত্রীয় নিশান।
প্রতী‌চ্যের উপত‌্যকাসমূ‌হে ধ্ব‌নিত হ‌য়ে‌ছি‌লো আমাদের আজান ;
আমাদের অপ্রতি‌রোধ‌্য প্রবহমানতা রূদ্ধ হয়‌নি কা‌রো দ্বারা ।
হে আকাশ!
কো‌নো ধম‌কে দ‌মিত হওয়ার লোক নই আমরা;
অগনিতবার যাছাই ক‌রে‌ছো তু‌মি আমাদের।

হে আন্দালু‌সিয়ার পু‌ষ্পোদ‌্যান !
স্মর‌ণে আ‌ছে কি সে‌ দিনগু‌লো তোমার;
যখন ছি‌লো তোমার ডা‌লে বাসস্থান আমাদের ?
হে দজলার তরঙ্গ !
তু‌মিও চিন‌তে পে‌রে‌ছো আমাদের;
অদ‌্যাব‌ধি তোমার স্রোত গল্পোপাখ‌্যান ব‌লে আমাদের।
হে প‌বিত্র ভূ‌মি !
তোমার প‌বিত্রতা রক্ষা‌র্থে প্রা‌ণোৎস্বর্গ ক‌রে‌ছি আমরা;
অদ‌্যাব‌ধি তোমার শীরায় প্রবা‌হিত হয় রক্ত আমাদের ।
আমাদের ক‌্যারাভা‌নের নেতাই হ‌লেন হিজা‌জের অগ্রনায়ক;
এই না‌মেরই উ‌সিলায় আমাদের হৃদ‌য়ে প্রশা‌ন্তি টিকে থাকে ।
ইকবা‌লের গান সেই ঘন্টারই প্রতিধ্ব‌নি;
পুনর্বার সেই প‌থেই চা‌লিত হ‌বে আমাদের ক‌্যারাভান।

কবি পরিচিতি:
মুল: আল্লামা ইকবাল
তর্জমা: কাহি মোহাম্মদ শাহিন রেজা
ঢাকা বিশ্ববিদ্যালয়
আরবি বিভাগ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *