Kalam-e Iqbal

জাগ্রত আশা অন্তরে দাও হে খোদা, মুসলিমের ।
আত্মা তাদের কাঁপিয়া উঠুক,চঞ্চল হোক ফের ।
ফারাণ-গিরির প্রতি ধূলিকণা হোক পুন রওশন ।
জাগাইয়া দাও আবার তাদের আগ্রহ জীবনের ।
অন্ধের চোখে ফের তুমি করো নূতন দৃষ্টি দান ।
আমি যা দেখেছি তুলে ধরো তাহা আঁখিকোণে তাহাদের ।
স্তব্ধ হৃদয়ে জাগাও তাদের হাশরের কোলাহল।
শূন্য পালকি ভরে দাও প্রেমে আশেক ও মাশুকের ।


পথহারা এই হরিণেরে তুমি দেখাও কা’বার পথ ।
শহরবাসীর অন্তরে দাও প্রেম সে ময়দানের ।
পথিকদিগের চরণে আবার চলার ছন্দ দাও ।
গতির আগুনে পুড়ে যাক যত বিঘ্ন কন্টকের ।
সুরাইয়া সম গগনচুম্বী লক্ষ্য তাদের হোক ।
কুল-ঘেরা নদী আযাদী লভুক মুক্ত-সমুদ্রের ।
আঁধার যুগের বুকে এঁকে দাও প্রেম -কলঙ্ক- দাগ ।
লজ্জায় যেন মুখ ঢেকে রয় চাঁদ সে আসমানের ।

আমি বুলবুল কাঁদি বসে এই ফুলঝরা বাগিচায় ।
হে দাতা ,তাছির হয় যেন কিছু আমার ক্রন্দনের ।।

[মুহম্মদ ইকবালের “ইয়া রব দীলে মুসলিমকো ফের উও জিন্দা তামান্না দে” এই মুনাজাতের অনুবাদ]

তথ্য সূত্র: মাহে নাও

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *