ফররুখ আহমদ
সিনাই পাহাড় জ্ব’লে জ্ব’লে হ’ল খাক
মোর অনাগত নতুন মুসার তরে ,
নার্গিসে তার বেদনার জ্বালা ঢেলে
চলে মুসাফির ব্যথাতুর অন্তরে
ওতানিয়াতের চার পাথরের কাটায়ে ক্ষুদ্র সীমা
দেখে সুবিশাল মখলুকাতের বিমুক্ত মাধুরিমা,
কাফেলার পথ মুখরিত আজ শোনে সে বাঙ্গে – দেরা,
ঘুমন্ত নিশি শেষে বেদুইন আবার ছেড়েছে ডেরা
নতুন আশায় মন তার ছোটে যেন বালে জিবরিল
আসরারে খুদী ,রমুজে বেখুদী মাতাল ক’রেছে দিল।
আফতাব আজ ভুলেছে অপরিচয়
জাগে বিমুগ্ধ মনে আপনারে চিনিবার বিস্ময় –
বরগে গুলের শিখা হ’লো লালে লাল
পাকিস্তানের স্বর্ণ -ঈগল ভেঙেছে জীর্ণ ডাল……
দূর মদিনার শমীম সবুজ শীষে
এনেছে নূতন গান
স্বপ্ন দেখিছে হেজাজী হাওয়ায় মিশে
সোনালি পাকিস্তান ,
স্বপ্ন দেখিছে বোত – শিকনির দিন
জিঞ্জির হীন লাখো অমলিন দিন।
সী-মোরগ এক শোনে আকাশের ডাক
মুর্দার মত বন্দী ওতান পরে,
নও বাহারের দিনে এল বৈশাখ
আজাদীর পথে ডেকে গেল হাহাস্বরে
দেরী শুধু তার জিঞ্জির খোলবার-
দেরী শুধু তার নীল নেশা ভোলবার…..
তবু তোলপাড় শোনে সে তারার
উধাও বহ্নি – স্রোতে
দুর্মর বেগে পয়ামের সুর ওঠে কোথা রণরণি –
ফারানের বুকে বহুদূর পর্বতে
নতুন দিনের বিশাল পক্ষ ধ্বনি ।।
ফররুখ আহমদ