আমার স্মৃতিতে দগদগে ঘাঁ
লেগে আছে তাজা ও স্যাঁতস্যাঁতে
হে পিতৃপুরুষ; আপনি তা দেখেন নি !
ভাবছেন, এখনও আপনাদের রেখে যাওয়া
জৌলুশ ও ক্ষমতা আমার হাতে আছে?
আপনার যুগের সরল ও অবলাপনা নিয়ে
এখনও পৃথিবী তেমনই চলছে ?
আপনি বুদ্ধিবৃত্তিক সন্ত্রাস দেখেন নি
আপনি গাঁজা আর সিরিয়া দেখেন নি
আপনি মিশর আর বাংলা দেখেন নি;
বহু দিন হলো আমি খেলাফত হারিয়েছি
বাগদাদের চিল-শকুন ভর্তি আকাশ দেখেছি
আমার জ্ঞান-সমৃদ্ধি আরেকের হাতে
স্পেনের পোড়া জাহাজ আমার চোখে ভাসছে
আপনি ভাবছেন আমি বহু ফুর্তিতে আছি?
সমাজতন্ত্রের লু-হাওয়া আপনার মস্তিষ্কে লেগেছিলো?
সাম্রাজ্যবাদের কালো থাবায় আপনাকে পড়তে হয়নি-
আপনি নিজে-ই পুরো পৃথিবীকে আগলে রেখেছিলেন তখন !
আমি পরাজিত অটোমানদের দেখেছি
জাতীয়তাবাদের হিংস্র জানোয়ারকে দেখেছি,
সালতানাতকে টুকরো টুকরো করে খেতে !
মোঙ্গলদের আপনি চিনতেন?
আপনি ক্রুসেডারদের কিছুই জানতেন না-
আপনার পালে তখন সে কি হাওয়া
আর আমি পালহীন-দূর্বল তক্তার নৌকা চালাই !
তরবারি’র সম্মুখ যুদ্ধ করে বড় হওয়া মানুষ আপনি
স্নায়ুযুদ্ধের কতটুকু’ই বা জানেন?
আপনাদের মুনাফিকদের জিবরাইলরা দেখিয়ে দিতো
আমার মুনাফিকরা জিবরাইল হয়েই আসে-
আয়াত বেঁচে পেট চালানোর কে ছিলো আপনার সমাজে?
আপনিই মোড়ল ছিলেন
পিছু পিছু কিছু করে সর্বোচ্চ আপনারে ধোঁকা দিতে পারতো
আর আমার সমাজে তারাই তো মোড়ল
আপনার নামে ধোঁকার সমাজ’ই চলে এখানে !
আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণির জন্তু
এরাই আমার সমাজের পূজ্য-মহিয়ান !
হে পিতৃপুরুষ-
এসব তো আপনাকে দেখতে হয়নি
আপনি ভাবছেন আমি এখন খুব জৌলুশে আছি ?
ফেমিনিজম আপনার সমাজে ছিলো ?
আপনি মুক্তি দিতে চাইছেন কারে
এ সমাজে ফেমিনিজমে এসেই আপনি বড় মারটা খান!
আমাদের এটা মোকাবেলা করতে হয়-
কি জানবেন বলেন ?
জায়েনিজমের গ্যাড়াকলে পড়ে পিষ্ট আমার মস্তিস্ক
সব ঘুণে ধরা মাথা তারা উচ্চদামে কিনছে !
বিশ্বাস করেন-
এখন আর হুর-গেলমানের আশা দিয়ে গ্রহণযোগ্যতা পাইনা ;
তারা সাক্ষাৎ হুর এনে হাজির করে তাদের সামনে!
আপনাকে এসব দেখতে হয়নি
আদিম অনুভূতি দিয়ে আমি আর পারিনা!
আপনি মাথা ও ত্যাগ সব’ই পেয়েছেন
আমি আইএসকে জীবন দিতে দেখি
কিন্তু একটা বিবেক ওয়ালা মাথা পাইনা!
হে পিতৃপুরুষ-
আপনি ভাবছেন আমি খুব শান্তিতে আছি?
আপনার রেখে যাওয়া জৌলুশ এখনও আমার আছে?
আপনি প্রেতাত্মাকে বাঁধতে গিয়েছেন
এসে কাহিনি বলেছেন আর সবাই মারহাবা বলেছে
আমার সমাজে এই গল্প এখন আষাঢ়ে
কেবল’ই হাসিঠাট্টার খোরাক জোগায় !
আমার সমাজ যুক্তির বাইরে চলেনা-
কিন্তু আপনার সমাজ যুক্তিসহ -যুক্তিছাড়া
সবই লোকে গ্রহণ করেছে-
আমাকে যুক্তির ময়দানেও যুদ্ধ করতে হয়
আপনাকে ততটা মোকাবেলা করতে হয়নি সেসব
আপনাকে ছোট করে দেখার কি আছে আমার?
কিন্তু জানেন হয়তো-
জীবন দিয়ে দেয়া অনেক সহজ
কিন্তু আইডিওলজি? মাথা? চিন্তা?
দখলে নেয়াটা কত কত কঠিন!
হে পিতৃপুরুষ-
আপনি ভাবছেন আপনি যেভাবে রেখে গেছেন
পৃথিবী আজ অব্দি তেমন ঘোড়ার খুড় দিয়ে চলছে?
আপনার সমাজে যেটা সুন্দর ও ভালো
আমার সমাজে সেটা স্ক্যান্ডাল
আপনার চিন্তায় যেটা আসমানি আওয়াজ
আমার সমাজে সেটা বেহুদা কথা
আপনার সমাজে যেটা তরবারি
আমার সমাজে সেটা বই
আপনার সমাজে যেটা যুদ্ধ
আমার সমাজে সেটা বড় সন্ত্রাস
আপনার সমাজে যেটা পর্দা
আমার সমাজে সেটাই অধঃপতন নামে পরিচিত!
হে পিতৃপুরুষ-
ভাবছেন আমি খুব শান্তিতে আছি ?
আপনি ভাবছেন যেসব রেখে গেছেন তাই আছে আগের মত ?
হে পিতৃপুরুষ-
মোটেও আগের পৃথিবী নেই
মোটেই আগের মানুষ নেই
মোটেই ঘোড়া- আর চিঠির সমাজ নেই;
আপনি’ই বলুন-
বিমানের সময়ে এসে আমি ঘোড়ার মাহাত্ম্য বর্ণনা করবো ?
মেসেজের সময়ে এসে আমি পত্রের কিচ্ছা শুনাবো ?
কলমের সময়ে এসে তরবারী চালানো শিখাবো ?
নারীর জয়জয়কারে এসে “নারী অপূর্ণাঙ্গ” এই আলোচনা করবো ?
প্রগতীর সময়ে এসে পশ্চাদপসরণের কথা বলাটা বেমানান নয় কি ?
হে পিতৃপুরুষ-
আমাকে মাফ করবেন;
আমি আপনাকে বলতে গিয়ে কেবল আপনার আধুনিকতা বলি
আপনাকে বলতে গিয়ে কেবল আপনার সৃজণশীলতাকে বলি
আপনাকে বলতে গিয়ে আমাকে এতসব মাথায় রাখতে হয়
কমিউনিজম-সমাজতন্ত্র-জায়নিজম
বাগদাদের রক্তহোলি-স্পেনের পোড়া জাহাজ
ক্রুডেডারদের কৌশল- মোঙ্গলদের বর্বরতা
আমাকে মাথায় রাখতে হয়-
আধুনিক সভ্যতা- প্রযুক্তির রাজ
ক্রিয়েটিভ মস্তিষ্ক- লজিক্যাল জিহ্বা;
ফেমেনিজম- কথিত সভ্যতা
সব থেকে আপনাকে যতটা স্বচ্ছ রাখা যায়
ততটা রেখে মোল্লাতন্ত্রের বিষবাষ্প হলাম তাতে কি ?
হে পিতৃপুরুষ-
পৃথিবী এগুবে- কিন্তু পশ্চাদপসারণের ব্লেইম
যাতে মহাকালের আদলতে আপনার ভাগে না জোটে
সেটাকে লক্ষ্য করেই ছুটছি-
ঈগলের মত করে উর্ধ্বমুখে- বহু উর্ধ্বে
মাছরাঙারা নিচের দিকেই তাকিয়ে থাকুক-
হে পিতৃপুরুষ !
বলুন, এতে আমি কি করতে পারি ?
কবি পরিচিতি:
মাহিন ফারাজী
ইসলামিক স্টাডিজ বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়