Gabriel's Wing-Muhammad Iqbal

জিবরীলের ডানা

এক.
নাই কি তোমার পাত্র মাঝে আজকে সুরা বাকী ?
নও কি তুমি মোদের তরে সাবেক দিনের সাকী ?
সাগর হতে শিশির -কনা তৃষিত প্রাণ তরে –
এই যে নিছক কনজুশী হায় !
নয় যে গো রাজজাকী ![১]

দুই.

তোমার দয়া ,নবীর ওফা[২] ,কেন্দ্রীভূত হোক প্রাণে !
মহান দয়ার বঞ্চিতজন বনুক প্রেমিক ফের মানে !
দিচ্ছ যাদের নিত্য রিজিক তোমার দয়ার দান,
দাও গো তাদের বাহুর মাঝে আলীর শক্তি -শান।

তিন.

দাও গো আমার ‘প্রভাত আহা'[৩] তরুণগণের মনে !
দাও গো আবার পালক -পাখা শাহীন বাচ্চাগণে !
আজকে প্রভু ! তোমার কাছে এই মিনতি মোর,
আমার নয়ন দীপ্ত দৃষ্টি মিলুক সকল জনে !

চার.

বিশ্বে তোমার পালক ধারী পাখী এবং মীন ,
মোর দুনিয়া প্রভাত কালের ‘আহা -উহু ‘লীন !
বিশ্বে তোমার হায় !যে আমি মহকুম[৪] ও মজবুর [৫],
মোর দুনিয়ার বাদশা তুমি রাববুল -আলামীন !


১ রাজজাকি : রিজিক দানের ব্যবস্থা যিনি করেন ।
২ ওফা -আনুগত্য
৩ প্রভাত আহা – রাত সাধনার পর প্রভাতের আহা-জারী বা সত্য সাধনার সাধারণ আকুতি।
৪ মহকুম -হুকুমের অধীন ,আদেশ নিষেধের অধীন
৫ মযবুর – যাহার উপর জোর যবর চালানো হচ্ছে।

তথ্য সূত্র: বালে জিবরীল
অনুবাদ: মীজানুর রহমান

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *