ঈশ্বর
একই মাটিতে জলে আমি বানালাম বিশ্ব,
তুমি ভিন্ন ক’রে নাম দিলে ইরান,তাতার দেশ,জাঞ্জিবার।
মৃত্তিকার অনুকণা দিয়ে আমি বানালাম লৌহ ,
তুমি তাই দিয়ে তৈরি করেছ যত তরোয়াল ,তীর আর বন্দুক ।
বাগানের গাছ কাটবার জন্যে তুমি বানালে কুড়োল ,
আর যে – পাখি গান করে তার জন্যে খাঁচা ।
মানুষ
“তুমি তৈরি করেছ রাত্রি ,আমি তো জ্বেলেছি আলোক ।
মাটি তোমার, তাই দিয়ে রচলাম পান-পাত্র ।
তোমার ছিল মরুভূমি , পর্বত ,অরণ্য;
আমার হল তৈরি ফুলের কানন ,গোলাপ ,ফলের বাগান ।
আমি সে , যে পাথর’কে করে দেয় আয়না ,
বিষ হতে যে বানায় মধু ।।”