The Rod of Moses-Muhammad Iqbal
পৃথিবী ও আকাশ
তুমি যাকে বসন্তকাল মনে করো
অন্যের চোখে তা হতে পারে পাতা ঝরা শীত মওসুম
কালের বিবর্তন নিয়ত প্রতিটি মুহূর্ত
হে সত্য সন্ধানী , লাভ -ক্ষতির হিশেব করো না !
হতে পারে তা আরেক পৃথিবীর জমীন
যাকে তুমি মনে করো আকাশ আপন পৃথিবীর।
মুসলিমের পতন
যদিও অর্থ পূর্ণ করে এ জগতে সব প্রয়োজন
ধনাঢ্যতায় হয় না হাসিল যা হয় ফকিরীতে,
যৌবনসিক্ত হয় যদি আমার জাতির সাহস ও আত্মমর্যাদা
ফকিরী আমার কম নয় কিছু বাদশাহী হতে ।
কারণ আসলে অন্য কিছু, তুমিও তা বুঝেছো
মুমিনের পতনের কারণ অভাব ও দারিদ্র নয়,
পৃথিবীতে আমার প্রতিভার বিকাশ হয়ে থাকে যদি
হয়েছে ফকিরীর পথে ,
বিত্তশালিতার পথে নয় ।
তথ্য সূত্র:যরবে কলীম
তর্জমা – আবদুল মান্নান তালিব